ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নাজিরপুরে লাভের স্বপ্ন বুনছে আখ চাষিরা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ ২২:১৫

ছবি : সংগৃহীত

নাজিরপুর (পিরোজপুর) থেকে : পিরোজপুরের নাজিরপুরের নিম্ন অঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আখের চাষ। বিগত মৌসুমের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ সফলতা অর্জন করতে পারবে বলে মনে করেন আখ চাষিরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী ৬৫ হেক্টর জমিতে ২৫০মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে বেশ একটা চাহিদা থাকায় অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে আখ চাষিরা।

নাজিরপুরের নিম্ন অঞ্চল খ্যাত দেউল বাড়ি দোবড়া, এলাকার আখ চাষিরা জানান, প্রতি বিঘা আখ চাষ করতে বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হয় আর প্রতিবিঘা জমির আখ ৫০-৬০ হাজার টাকা বিক্রি করা যায়। পাইকাররা বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছেন বলে জানান তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাজিরপুরের নিম্ন অঞ্চলটি নদ-নদী দ্বারা বেষ্টিত থাকায় যে কোন ফসল চাষাবাদের জন্য এখানের মাটি উপযুক্ত, কথা হয় পদ্মডুবি গ্রামের আখ চাষি সাহাবুদ্দিন এর সাথে। তিনি জানান, প্রায় আড়াই বিঘা জমিতে আখ চাষ করছেন, ইতি মধ্যে অপ্ল কিছু আখ বিক্রি করেছেন, সম্পূর্ণ আখ বিক্রি করলে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি মনে করেন।

এ ছাড়া তিনি জানান, সরকারি ভাবে যদি কোনো সহযোগিতা দেয়া হয় তাহলে তারা আরো ভালো সফলতা অর্জন করতে পারবেন।

এ ব্যাপারে কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা জানান, এখানের মাটি আখ চাষের জন্য লাভজনক, আমাদের এখানে আখ চাষিদের সরকারি কোন সহযোগিতা দেয় না, চাষিদেরকে যদি সরকার সহযোগিতা দেয় তাহলে দিন দিন এ চাষ বৃদ্ধি পাবে।



আপনার মূল্যবান মতামত দিন: