ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

এবার জেলের জালে ধরা পড়ছে ৬০ কেজি ওজনের সামুদ্রিক শৌল মাছ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ২৩:২৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ২৩:২৪

ছবি : সংগৃহীত

পটুয়াখালী থেকে : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মোঃ হাছানুল নামের এক জেলের জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের বিশালাকৃতির এক সামুদ্রিক শৌল মাছ। এটির দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ২ ফুট।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০ টার দিকে এ মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজ দেখতে ভীড় জমায় উৎসুক জনতা।

বাশাখালী এলাকার জেলে মোঃ হাছানুল জানান, বঙ্গোপসাগরের সোনর চর পয়েন্ট বরাবর সমুদ্রে আমার জালে তিন দিন আগে (৩১ জুলাই) এ মাছটি ধরে পরে। পরে মাছটি আলীপুর নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম খান ২০,০০০ টাকায় ক্রয় করেন। মাছটির ওজন বেশি হওয়ায় ট্রলারে তুলতে অনেক বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন হাছানুল।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক শৌল মূলত সচরাচর দেখা যায়না। এটি গভীর সমুদ্রের মাছ। এ মাছটিকে নিয়ে গবেষনা করা প্রয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন: