ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে শীর্ষে পাকিস্তান

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩ ১৫:১৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩ ১৫:১৮

ছবি: সংগৃহীত

খেলাধুলা ডেস্ক: সহজ জয়ে আফগানদের হোয়াইটওয়াশ করল পাকিস্তান। আফগানিস্তানকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারিয়ে ১ নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে টপকে গেছে বাবর আজমের দল। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

শনিবার কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আফগানদের ৫৯ রানে হারিয়েছে তারা।

শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রানের সংগ্রহ পায় বাবর আজমের দল। জবাব দিতে নেমে ৮ বল আগে আফগানিস্তান অলআউট হয়ে যায় ২০৯ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনারের কেউই বড় সংগ্রহ গড়তে পারেননি। ফখর জামান ৩৩ বলে ২৭ ও ইমাম উল হক ৩০ বল খেলে করেন ১৩ রান।

দলটির বড় সংগ্রহের ভিত গড়েন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুজনেই করেন হাফ সেঞ্চুরি। ৮৬ বলে ৬০ রান করে রশিদ খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান বাবর, ৭৯ বলে ৬৭ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। এছাড়া পাকিস্তানের পক্ষে শেষদিকে ৩১ বলে ৩৮ রান করেন আগা সালমান।

জবাব দিতে নেমে আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটাররা কেউই তেমন বড় রান করতে পারেননি। ব্যাটিংয়ে দলের বড় দুই ভরসা রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান ফেরেন এক অঙ্কের ঘরে। ১৫ বলে ৫ রান করে আউট হন গুরবাজ ও ১১ বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হন ইবরাহিম জাদরান।

তবে উদ্বোধনী ব্যাটার রিয়াজ হোসেন ৬৬ বল খেলে ৩৪ রান ও হাশমাতুল্লাহ শহিদী ৬৫ বলে করেন ৩৭ রান। শেষ দিকে নয় নম্বরে ব্যাট করতে নেমে ৩৭ বলে ৬৪ রান করেন মুজিব উর রহমান।

তবে সেটি আফগানিস্তানের হার ঠেকাতে পারেনি।



আপনার মূল্যবান মতামত দিন: