ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, শুরু ৩১ মার্চ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫৪

ছবি : সংগৃহীত

খেলাধুলা ডেস্ক : চলতি বছরের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩১ মার্চ থেকে শুরু হবে খেলা। প্রথম ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে সেটাও জানানো হয়েছে।

প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মাঠে নামছে। হার্দিক পান্ডিয়াদের মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি প্রতিযোগিতা হবে। ২১ মে শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ২৮ মে হবে আইপিএলের ফাইনাল।

এবারের আইপিএলেও গতবারের মতো দুটি গ্রুপ রয়েছে। গ্রুপ এ-র পাঁচটি দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-র পাঁচটি দল হলো চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স।

মোট ১২টি মাঠে হবে এবারের আইপিএল। অর্থাৎ, ১০টি দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠ রয়েছে তালিকায়। এই ১২টি মাঠ হলো আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি ও ধর্মশালা।



আপনার মূল্যবান মতামত দিন: