ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দাপুটে জয় টাইগারদের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৬:৪২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৬:৪২

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আফগানদের তোয়াক্কা করলোনা বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬১ রানে হারিয়েছে টাইগাররা। লিটন দাসের ব্যাটিংয়ের পর নাসুম আহমেদের স্পিন ঘূর্ণিতে মাত্র ১০০ রানও করতে পারলোনা। ৬১ রানের দাপুটে জয় ছিনিয়ে নিলো মাহমুদউল্লাহরা।

১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে নাসুমের স্পিনে টালমাটাল হয়েছিলো আফাগনদের ব্যাটিং। ১০ রান না তুলতেই নেই তিন উইকেট। চার ওভারে মাত্র ১০ রান দিয়ে নাসুমের শিকার ৪ উইকেট। বল হাতে শরীফুল তিনটি এবং সাকিব নেন দুটি উইকেট। ম্যাচসেরার পুরস্কার নাসুমের। এর আগে ব্যাট করতে নেমে লিটন দাসের ব্যাটে ভর করে ১৫৫ রানের ফাইটিং স্কোর সংগ্রহ করে বাংলাদেশ। শুরুটা ভালো ছিলনা টাইগারদের। মাত্র ১০ রানের মাথায় ওপেনার নাঈম শেখকে হারায় বাংলাদেশ।

এরপর ওয়ানডাউনে নামেন লিটন দাস। শুরুতে ধরে খেলার চেষ্টা করলেও একটু পরেই মারতে থাকেন হাত খুলে। টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া মুনিম শাহরিয়ার লিটনকে সঙ্গ দিলেও ১৭ রানেই ফিরতে হয় তাকে।

সাকিব-মাহমুদউল্লাহ থাকেন আসা-যাওয়ার মাঝে। তবে লিটনকে কিছুটা সঙ্গ দেন আফিফ হোসাইন। ৪৪ বলে দুটি বিশাল ছক্কা এবং চারটি দৃষ্টি নন্দিত চারের মাধ্যমে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন। আফিফ খেলেন ২৪ বলে ২৫ রানের ইনিংস।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (ক্যাপ্টেন), রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জান্নাত, ফজলহক ফারুকী, কায়েস আহমেদ ও দরবেশ রসুলী।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৫৫/৮, ২০ ওভার (মুনিম ১৭, লিটন ৬০, মাহমুদউল্লাহ ১০, আফিফ ২৫; ফারুকী ২/২৭, রশিদ ১/১৫, কায়েস ১/২১ ও ওমরজাই ২/৩১)।

আফগানিস্তান: ৯৪/১০, ১৭.৪ ওভার (নাজিবুল্লাহ ২৭, নবী ১৬, ওমরজাই ২০; নাসুম ৪/১০, মুস্তাফিজ ১/১৯, শরিফুল ৩/২৯ ও সাকিব ২/১৮)।

ফলাফল: বাংলাদেশ ৬১ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচসেরা: নাসুম আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন: