ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সন্ধ্যায় ঢাকায় আসছেন কোহলি-রোহিতরা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২ ২১:৫৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২ ২১:৫৬

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : তিন ওয়ানডে এবং দুই টেস্ট ম্যাচ খেলতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকায় আসছে ভারত জাতীয় ক্রিকেট দল। সবশেষ ২০১৫ সালের পর আবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

বিসিবি মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, 'তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে (১ ডিসেম্বর) ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ভারতের মুম্বাই থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দলটির ক্রিকেটারদের।'

এর আগে ২০১৫ সালের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হারে মাহেন্দ্র সিং ধোনির দল। টেস্ট ম্যাচটি হয়েছিল ড্র।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুই দল।



আপনার মূল্যবান মতামত দিন: