ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

১২ বছরের কম বয়সীদের দেয়া হবে করোনার টিকা

আল আমিন | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৪৬

আল আমিন
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৪৬

করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ১২ বছরের কম বয়সীদের দ্রুত করোনা টিকার আওতায় আনা হবে। রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে। এদিন সারা দেশে এক কোটি করোনা টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র ছাড়াই স্থায়ী ঠিকানা লিখে নিয়ে গিয়েই টিকা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারির পর আর কোনো করোনা বিধিনিষেধ থাকবে না। তবে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে বলেও জানান তিনি।

এ ছাড়া করোনার সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে আর প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে ১ মার্চ থেকে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম গত ১৫ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন হতে যাচ্ছে। যেখানে লক্ষ্যমাত্রা সর্বোচ্চসংখ্যক টিকা দেওয়ার। এর মাধ্যমে প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: