ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পশ্চিমাদের যতটা বিশ্বাস করি রাশিয়াকেও ততটা বিশ্বাস করি : এরদোয়ান

আল আমিন | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৫

আল আমিন
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তিনি পশ্চিমাদের যতটা বিশ্বাস করেন, রাশিয়াকেও ততটাই বিশ্বাস করেন।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে করেন এরদোয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, পুতিনের সাথে কৃষ্ণ সাগরের শস্য চুক্তি পুনরায় শুরু করতে ব্যর্থ হয়েছেন তিনি।

গত জুলাইয়ে মস্কো কৃষ্ণসাগরের চুক্তি থেকে বের হয়ে যায়।

 নিউইয়র্কে মার্কিন সম্প্রচার মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, ‘তাদের (রাশিয়া) ওপর আস্থা না রাখার কোনো কারণ নেই। ’

তিনি বলেন, পশ্চিমারা যতটুকু নির্ভরযোগ্য, রাশিয়াও ততটাই নির্ভরযোগ্য। গত ৫০ বছর ধরে আমরা ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় অপেক্ষা করছি এবং এই মুহুর্তে আমি রাশিয়াকে ততটাই বিশ্বাস করি, যতটা আমি পশ্চিমকে বিশ্বাস করি।

বিদেশ বার্তা / এএএ



আপনার মূল্যবান মতামত দিন: