ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জার্মানির বার্লিনে যুদ্ধবিরোধী ব্যাপক মানুষের বিক্ষোভ

বিদেশ বার্তা | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৬

বিদেশ বার্তা
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৬

ছবি: সংগ্রহ

 

জার্মানিতে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বার্লিনে এ বিক্ষোভে অংশ নেয় এক লাখের বেশি মানুষ। এরই মধ্যে জার্মানির প্রতিরক্ষাখাতে ব্যাপক ব্যয় বাড়ানোরও ঘোষণা দিয়েছে। এ তথ্য বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

অংশগ্রহণে বিক্ষোভকারীদের ব্র্যান্ডেনবার্গ গেট ও বিজয় কলাম বা সিগেসাউলের মধ্যে একটি বিশাল এলাকা পূর্ণ হয়ে গেছে। আরও লোক সেখানে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ভিড় শেষ পর্যন্ত তিন কিলোমিটার দূরে আলেকজান্ডারপ্ল্যাটজে পর্যন্ত পৌঁছাতে পারে।

আর এদিকে ইউক্রেন আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করছে তার দেশ।

 



আপনার মূল্যবান মতামত দিন: