
নিজস্ব প্রতিবেদক: সিডনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (২০) নামে বাংলাদেশি এক কুরআনে হাফেজ নিহত হয়েছেন। তিনি সিডনীর ক্যান্টারবেরি ব্যাঙ্কটাউন সিটির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বার দারুল উলুম জামে মসজিদের খতমে তারাবিহ'র হাফেজ ছিলেন।
দারুল উলুম জামে মসজিদের কমিটির কর্মকর্তারা জানান, গতকাল (শনিবার) ২ এপ্রিল প্রথম রমজানে আব্দুর রহমানসহ দু'জন ঐ মসজিদে তারাবিহ নামাজ পড়ান। এর পর রাতে তারা দু'জন প্রাইভেট কারে করে ওলংগং যাওয়ার পথে লিভারপুল-ওলংগং সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান হাফিজ আব্দুর রহমান।
নিহতের মরদেহ লিভারপুল হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: