ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শপথ নিলেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস

আল আমিন | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০২:২৬

আল আমিন
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০২:২৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ‘রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের নতুন রাজা হয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস। দায়িত্ব পাওয়ার পর এবার নতুন রাজা হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছর বয়সী তৃতীয় চার্লস।

শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেন্ট জেমস প্রাসাদে একটি বিস্তৃত রাজকীয় অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তৃতীয় চার্লস। এ সময় তিনি সমবেত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধন করেন, রাজা চার্লস তার মা এবং তার স্ত্রী রানী ক্যামিলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন গণ্যমান্য ব্যক্তি।

এর আগে রাজার দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে তিনি তার যুক্তরাজ্য ও অন্যান্য রাজ্যের এবং বিশ্ববাসীকে আজীবন সেবা দেওয়ার অঙ্গীকার করেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: