ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্রিটেনের নতুন রাজা চার্লস

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ৭০ বছরের শাসনামলের অবসান ঘটেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে তার মৃত্যু ঘটে।

নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী হিসেবে কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই সিংহাসনে বসবেন এলিজাবেথের ছেলে চার্লস। তিনি এখন রাজা তৃতীয় চার্লস নামে পরিচিত হবেন। এরমধ্য দিয়ে তিনি হবেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।

ব্রিটেনের ইতিহাসে সবথেকে বেশি সময় ৭০ বছর সিংহাসনে ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। কয়েক মাস আগে সিংহাসনের আরোহনের ৭০ বছর উদযাপন করেছিলেন তিনি। ১৯৫২ সালে সিংহাসনে আরোহন করেছিলেন তিনি। অনেকের নতুন এলিজাবেথীয় যুগ বলে পরিচিত অধ্যায়ের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার। দায়িত্বের প্রতি তার নিষ্ঠার কারণে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।

প্রসঙ্গত, ব্রিটেনের রীতি অনুযায়ী নি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর তার জায়গায় বসেছেন তার ছেলে চার্লস। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দেয় বাকিংহাম প্যালেস।



আপনার মূল্যবান মতামত দিন: