
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি মাজারে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সিরাজ শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর শাহ চেরাগ নামে ওই স্থাপনায় হামলা হয়। অস্ত্রধারী তিনজন ব্যক্তির নির্বিচার গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রার্থনার সময় হঠাৎ এলোপাতাড়ি গুলি শুরু করে হামলাকারীরা। নিহতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে।
দায়ীদের ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এ ঘটনায় এরই মধ্যে দুই হামলাকারীকে আটক করা হয়েছে। পলাতক রয়েছে একজন। হামলাকারীরা ইরানের নাগরিক নয় বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম।
এদিকে, টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস।
আপনার মূল্যবান মতামত দিন: