05/02/2025 ইরানের মাজারে বন্দুকধারীর হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৫
মো: মনিরুল ইসলাম
২৭ অক্টোবর ২০২২ ১৮:০৭
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি মাজারে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। সিরাজ শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর শাহ চেরাগ নামে ওই স্থাপনায় হামলা হয়। অস্ত্রধারী তিনজন ব্যক্তির নির্বিচার গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রার্থনার সময় হঠাৎ এলোপাতাড়ি গুলি শুরু করে হামলাকারীরা। নিহতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে।
দায়ীদের ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এ ঘটনায় এরই মধ্যে দুই হামলাকারীকে আটক করা হয়েছে। পলাতক রয়েছে একজন। হামলাকারীরা ইরানের নাগরিক নয় বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম।
এদিকে, টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস।