ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মেসির পর এবার ডি মারিয়া, দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ ০৮:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২ ০৮:৫২

ছবি : সংগৃহীত

খেলাধুলা ডেস্ক : ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল মাঠে গড়ালো। রবিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামে ফ্রান্স ও আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে নেন মেসি। মেসির পর ম্যাচের ৩৬ মিনিটে আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেন ডি মারিয়া।

মেসিদের বিপক্ষে ফাইনালে নিজেদের একাদশে দুই পরিবর্তন এনেছে ফ্রান্স। মরক্কোর বিপক্ষে অসুস্থার কারণে খেলতে না পারা আদ্রিয়ের র‍্যাবিও এবং দায়ত উপামেচানো ফিরেছেন একাদশে।

মরক্কোর বিপক্ষে দায়ত উপামেচানো এবং র‍্যাবিওর পরিবর্তে খেলেছিলেন ইব্রাহিত কৌনাতে এবং ইউসেফ ফোফানা। র‍্যাবিও এবং উপামেচানো দলে ফেরায় এই দু’জনকে সাইডলাইনে বসে থাকতে হচ্ছে।

অন্যদিকে, ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে মেসিরা।



আপনার মূল্যবান মতামত দিন: