ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশ থেকে এমন সমর্থন পেয়ে আমরা গর্বিত: স্কালোনি

সেলিম সোহেল | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২ ১৩:০০

সেলিম সোহেল
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২ ১৩:০০

ফাইল ফটো

স্পোর্টস ডেস্ক: শেষ ষোলোর ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে এমন কথা বলেছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, 'আর্জেন্টিনার সমর্থকরা সবসময় নিজেদের অবস্থান জানান দেয়। এটা ঐতিহাসিকভাবে হয়ে আসছে। আমরা চিরকৃতজ্ঞ, কারণ পরিবেশটা খুব সুন্দর। পোল্যান্ডের বিপক্ষে যেমনটা পেয়েছিলাম অস্ট্রেলিয়া ম্যাচেও তেমন পরিবেশ আশা করছি, কারণ (পোল্যান্ড ম্যাচে) মনে হচ্ছিল আর্জেন্টিনাতেই খেলছি। '

'বহু বছর ধরে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিকে ঘিরে সারা বিশ্বে উন্মাদনা দেখা যাচ্ছে। অনেক বছর ধরে ম্যারাডোনার জন্য এবং এখন মেসির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সমর্থন রয়েছে। বাংলাদেশ এবং অন্য অনেক দেশ থেকে এমন সমর্থন পেয়ে আমরা গর্বিত। এটা দারুণ অনুভূতি। বাংলাদেশি সমর্থকদের অনেক ধন্যবাদ। আমরা এই বিশ্বকাপে শেষ পর্যন্ত লড়ে যাব। আমরা জানি এটা কত কঠিন। দিনশেষে এটা ফুটবল এবং অন্য দলগুলোও দারুণ প্রস্তুতি নিয়েই এসেছে। '

এর আগে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের ছবি ফেসবুক, টুইটারে পোস্ট করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বাংলাদেশি ভক্তদের নিয়ে টুইট করেছে আর্জেন্টিনা জাতীয় দলও। টুইটে বাংলাদেশের বিভিন্ন স্থানের আর্জেন্টিনা ভক্তদের তিনটি ছবি দেয়া হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের দলকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। তারা (বাংলাদেশি ভক্ত) আমাদের মতোই পাগল। ’

আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা চলে তা সেই টুইটের নিচে এক ভিডিওর মাধ্যমে বুঝানোর চেষ্টা করেন এক বাংলাদেশি। তার জবাবে আর্জেন্টিনা জাতীয় দল লেখে, ‘কতটা পাগল তারা! আমরা তাদের ভালোবাসি। ’

এর আগে মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশি ভক্তদের উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা প্রকাশ পায় আর্জেন্টিনার বেশ কিছু সংবাদমাধ্যমেও।



আপনার মূল্যবান মতামত দিন: