ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের পতাকা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ২৩:৪৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ২৩:৪৫

ছবি : সংগৃহীত

খেলাধুলা ডেস্ক : ২০২২ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াইয়ে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও কাতার বিশ্বকাপের ফ্ল্যাগ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা। ৩২ দলসহ ১১৯ দেশের পতাকা উত্তোলন করা হয়েছে এ ফ্ল্যাগ প্লাজায়।

প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন দেশের অভিবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ফ্ল্যাগ প্লাজার সামনে লক্ষ্য করা গেছে।

একদিকে বাংলাদেশের পতাকা আর অন্যদিকে মাঠে বসে খেলা উপভোগ করার অধীর আগ্রহে বাংলাদেশি প্রবাসীরা।

কাতারে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্বকাপের জন্য যে আটটি স্টেডিয়াম নির্মাণে করা হয়েছে তাতে বাংলাদেশি প্রকৌশলী ও প্রবাসী শ্রমিকদের রয়েছে বিশেষ অবদান।

রাজধানী দোহার কর্নিশ ইসলামিক আর্ট মিউজিয়াম পার্কে ফ্ল্যাগ প্লাজায় নিজ দেশের জাতীয় পতাকা দেখে উল্লাসিত প্রবাসীরা। এমন উদ্যোগ গ্রহণ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান তারা।

ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র ৪০ দিন। ইতিমধ্যে সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন কাতারে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন দেশের প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আয়োজক দেশ কাতার। সূত্র: বিডিপ্রতিদিন।



আপনার মূল্যবান মতামত দিন: