ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টাইগারদের আজ ‘ডু অর ডাই’ ম্যাচ

আল আমিন | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২০

আল আমিন
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২০

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল। তবে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে জিততে বদ্ধপরিকর বাংলাদেশ।

এদিকে শ্রীলঙ্কার সামনে ইতিহাস গড়ার হাতছানি। আজকে জিতলেই টানা ১৩ ওয়ানডে জিতবে লঙ্কানরা। তখন এককভাবে টানা দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড হবে। ওয়ানডেতে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার, ২০০৩ সালে।

এরপর ১২টি করে জয় নিয়ে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান (২০০৭-০৮ মৌসুম) ও দক্ষিণ আফ্রিকা (২০০৫ ও ২০১৬-১৭ মৌসুম, দু'বার)।

লঙ্কানরা সুপার ফোরে পৌঁছেছে ভাগ্যের হাত ধরে। আফগানিস্তান শেষ ম্যাচে হিসাবে গরমিল না করলে তারাই লঙ্কানদের কাঁদিয়ে জায়গা করে নিতে পারত শেষ চারে। তাই এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক লঙ্কানরা।

বিদেশ বার্তা / এএএ



আপনার মূল্যবান মতামত দিন: