ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আগামীকাল থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু

আল আমিন | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩ ০৫:৪১

আল আমিন
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩ ০৫:৪১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আগামীকাল বুধবার থেকে বিপিএল ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে এক নম্বর গেটের পাশে থাকা টিকিট কাউন্টারে। এছাড়াও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামেও মিলবে টিকিট।

ঘরোয়া আসরের জমজমাট এ খেলা দেখতে সর্বনিম্ন খরচ হবে ২০০ টাকা এবং সর্বোচ্চ লাগবে ১৫০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে দর্শকরা খেলা দেখতে পারবেন ৩০০ টাকা খরচ করে। ক্লাব হাউজে খেলা দেখা যাবে ৫০০ টাকায়। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের মূল্য এক হাজার ও গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: