ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

আল আমিন | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০৩:১৯

আল আমিন
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ০৩:১৯

ফাইল ছবি

বিদেশবার্তা ডেস্ক :  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠছে আর মাত্র চারদিন পরই।

আগামী ৬ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া বিপিএলের নবম আসরের জন্য রংপুর রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নির্বাচিত হলেন নুরুল হাসান সোহান!’

অভিজ্ঞতা আর তারুণ্য এবং দেশি-বিদেশিদের সংমিশ্রণে বিপিএলের আসন্ন মৌসুমের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা দল গড়েছে।

রংপুর রাইডার্স স্কোয়াড :

দেশি: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।

বিদেশি: শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), জেফ্রি ভ্যান্ডার্সি (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র)।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: