
অনলাইন ডেস্ক: আইসিসি টেস্ট ব্যাটার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন। বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসেও যা সেরাদের সেরা।
এবার টেস্ট র্যাংকিংয়ের বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ চূড়ায় উঠলেন লিটন কুমার দাস। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে লিটন এখন আছেন ১২ নম্বরে।
বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান কখনও ওই পর্যন্ত যেতে পারেননি।
লিটনের আগের সেরা ছিল ১৪তম, যৌথভাবে যা ছিল বাংলাদেশেরও সেরা। তামিম ইকবালের ক্যারিয়ার সেরা অবস্থানও ১৪। তবে ভারতের বিপক্ষে মিরপুরে ২৫ ও ৭৩ রানের ইনিংস দুটিতে নিজেকে ও তামিমকে ছাড়িয়ে লিটন উঠে গেছেন দেশের সবার ওপরে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: