ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট আবারো সাকিবের মাথায়

আল আমিন | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৪:৪১

আল আমিন
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ০৪:৪১

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজটা টাইগারদের জন্য শাপে ভর হয়েছে। অসাধারণ নৈপূন্য দেখিয়ে অলরাউন্ডারদের ওয়ানডে র‌্যাংকিংয়ে এগিয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আর সাকিব আল হাসান বিশ্বের নম্বর ওয়ান অলরাউন্ডারের মুকুট ধরে রেখেছেন।


পুরুষদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
বাংলাদেশ-ভারত সিরিজ শেষে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে মিরাজ এখন আছে তিন নম্বরে উঠে এসেছেন।

এই সংস্করণে আগে থেকেই এক নম্বরে ছিলেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৩৮৯। এবার তার কাছাকাছি এলেন মিরাজ। বাংলাদেশের দুজনের মাঝে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। তার পয়েন্ট ৩১০।

ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মিরাজ। সেই ম্যাচের পর ক্যারিয়ার সেরা ২৯৫ রেটিং পয়েন্ট অর্জন করেন তিনি। শেষ ম্যাচের পর সেটি কমে ২৮৪ পয়েন্ট হয়েছে।

ব্যাটিংয়ে বাবর আজমের স্কোর ৮৬৫। এরপরেই ৮৫৭ স্কোর নিয়ে দুইয়ে ভিরাট কোহলি ও ৮২৫ স্কোর তিনে আছেন রোহিত শর্মা।

ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে মুশফিকুর রহিম আছেন ১৮ নম্বর অবস্থানে। আর ওপেনার তামিম ইকবালের অবস্থান ২৩।

বোলিংয়ে ৭২৭ স্কোর নিয়ে শীর্ষে আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। এরপরে আছেন যথাক্রমে আফগানিস্তানের মুজিব-উর-রহমান, নিউজিল্যান্ডে ম্যাট হেনরি, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ থেকে ১৬তম অবস্থানে আছেন সাকিব আল হাসান এবং ১৮তম অবস্থানে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: