ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বৃষ্টিতে বন্ধ খেলা, ১৭ রানে এগিয়ে বাংলাদেশ

সেলিম সোহেল | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ০৩:১৩

সেলিম সোহেল
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ০৩:১৩

লিটন দাস

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ২০ ওভারে ১৮৪/৬

বাংলাদেশ ৭ ওভারে ৬৬/০

৭ ওভার পরে বৃষ্টি নামে অ্যাডিলেডে। লিটনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ এগিয়ে আছে। বৃষ্টি আইনে বাংলাদেশ এখনো ১৭ রানে এগিয়ে। অর্থ্যাৎ বল মাঠে না গড়ালে লাল সবুজের দল ১৭ রানে জয় নিয়ে মাঠ ছাড়বে। স্থানীয় সময় ৯টা ২৮ মিনিট থেকে ওভার কমানো শুরু হবে। লিটন ২৬ বলে ৫৯ ও শান্ত ১৬ বলে ৭ রানে অপরাজিত আছেন। 

মাত্র ২১ বলে ফিফটি করেছেন লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা দ্বিতীয় দ্রুততম ফিফটি। ৬ চার ও তিন ছয়ে অর্ধশতকের দেখা পান লিটন।  লিটনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে দারুণ শুরু করে। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ৬০ রান। ৩৩ ম্যাচ পর বাংলাদেশ ওপেনিং জুটিতে ৫০ রানের বেশি করে।

লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দারুণ শুরু করেছিল। ইনিংসের দ্বিতীয় ওভারেই আর্শদীপ সিংকে তিন চারে নেন ১২ রান। এই ওভারে অবশ্য অল্পের জন্য বেঁচে যান এই ডানহাতি ব্যাটসম্যান। বলে ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ক্যাচ গেলেও দীনেশ কার্তিক ধরার আগে বল মাটিতে ড্রপ করে। পরের ওভারে ভুবেনশ্বর কুমারকে ১ ছয় দুই চার হাঁকিয়ে নেন ১৬ রান। ৩ ওভারে ৩০ রান নিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। 

 



আপনার মূল্যবান মতামত দিন: