ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জিম্বাবুয়ে সফরে টাইগারদের দল ঘোষণা

আল আমিন | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০৬:৩২

আল আমিন
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২ ০৬:৩২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে রওয়ানা হবে। সেখানে হারারে মাঠে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টাইগারদের সিরিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টেয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে করা হয়েছে অধিনায়ক। এছাড়াও টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামে দেয়া হয়েছে। এছাড়াও ছুটি নেওয়ায় এই সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। এছাড়া টি-টোয়েন্টিতে বিশ্রামে রয়েছেন মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টিতে না থাকলেও ওয়ানডে স্কোয়াডে আছেন মাহমুদুল্লাহ ও মুশফিক।

চোট কাটিয়ে ফিরে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তাকে দুই ফরম্যাটেই রাখা হয়েছে।

টি-টোয়েন্টি

মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

ওয়ানডে

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: