ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুক্তরাজ্যে ৬ মন্ত্রীর পদত্যাগ, চাপে প্রধানমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৮:১২

আল আমিন
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ০৮:১২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ইস্তফা দেওয়ার পর দেশটির আরও ৬ মন্ত্রী পদত্যাগ করেছেন। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর চাপ বেড়েই চললো।

নতুন করে পদত্যাগ করা মন্ত্রীর মধ্যে রয়েছেন, কেমি বাদেনোচ, নেইল ও'ব্রেইন, অ্যালেক্স বারঘার্ট, লি রাওলি, জুলিয়া লোপেজ । এরা একসঙ্গে পদত্যাগ করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুলিয়া ছিলেন সংস্কৃতিমন্ত্রী, লি রাওলি বাণিজ্যমন্ত্রী, অ্যালেক্স বারঘার্ট শিক্ষামন্ত্রী, ও'ব্রায়েন 'লেভেলিং' মন্ত্রী এবং নেইল ও 'ব্রেইন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী।

দেশটিতে সর্বশেষ পদত্যাগ করা মন্ত্রী হচ্ছেন মিমস ডেভিস। তিনি দেশটির কর্ম ও পেনশন বিভাগের কর্মসংস্থান মন্ত্রী ছিলেন।

খবরে বলা হয়েছে, ঋষি ও সাজিদ দুজনেই বরিস জনসন মন্ত্রিসভার অন্যতম প্রবীণ মন্ত্রী ছিলেন। দুই জনের হাতে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল। কিন্তু তারা আর প্রধানমন্ত্রী জনসনের নেতৃত্বের ওপর আস্থা রাখতে পারলেন না।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: