ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

স্পেনে মাঙ্কিপক্সে আরো একজনের মৃত্যু

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩১ জুলাই ২০২২ ০৫:৪৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২ ০৫:৪৫

স্পেনের মাদ্রিদের লা পাজ হাসপাতালের একটি মাইক্রোবায়োলজি ল্যাবে মাঙ্কিপক্সের নমুনা পরীক্ষা। ছবি : রয়টার্সের

আন্তর্জাতিক ডেস্ক : মাঙ্কিপক্সে স্পেনে প্রথম একজনের মৃত্যুর ২৪ ঘণ্টা না যেতেই আরো একজন মারা গেছেন।

শনিবার (৩০ জুলাই) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের ৩,৭৫০ জন রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১২০ জন এবং মারা গেছেন দুজন।

দ্বিতীয় রোগীর মৃত্যুর তারিখ জানানো হয়নি। এর আগে শুক্রবার দেশটিতে মাঙ্কিপক্সে প্রথম একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে, শুক্রবার ব্রাজিলে প্রথম একজন রোগী মাঙ্কিপক্স ভাইরাসে মারা গেছেন বলে ঘোষণা দেওয়া হয়। তবে ব্রাজিল কর্তৃপক্ষ বলেছে, মৃত রোগী অন্যান্য গুরুতর অসুস্থতা ভুগছিলেন।

ক্রমবর্ধমান সংক্রমণের কারণে মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে গত ২৩ জুলাই বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র : এএফপি, রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: