ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে অগ্নিকাণ্ড, শতাধিক নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ১৮:১৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২ ১৮:১৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দেশটির রিভারস প্রদেশে এই ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তা এবং বেসরকারি একটি সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

রিভারস প্রদেশের পেট্রোলিয়াম সম্পদবিষয়ক কমিশনার গুডলাক ওপিয়াহ বরাত দিয়ে রয়টার্স জানায়, ‌চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির প্রধান প্রধান বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ স্থাপনায় পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। এছাড়া অবৈধভাবে এই তেল শোধন প্রক্রিয়ার ফলে ভয়াবহ দূষণের শিকার হয়েছে ওই এলাকার কৃষিজমি ও নদীনালা।



আপনার মূল্যবান মতামত দিন: