ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাশিয়ার ৫৭১০ সেনা নিহত

আল আমিন | প্রকাশিত: ২ মার্চ ২০২২ ০৭:০১

আল আমিন
প্রকাশিত: ২ মার্চ ২০২২ ০৭:০১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধে রাশিয়ার পাঁচ হাজার সাতশ দশজন সৈন্য মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের বাহিনী রাশিয়ার দুইশতাধিক সৈন্যকে বন্দি করেছে।

তাছাড়া যুদ্ধে রাশিয়ার ১৯৮টি ট্যাঙ্ক, ২৯টি যুদ্ধবিমান, ৮৪৬টি সাঁজোয়া যান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন সামরিক কর্মকর্তারা।

এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের কমপক্ষে ৭০ সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির কর্মকর্তারা। দেশটির সামি অঞ্চলের ওখতিরকা এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। খবর: বিবিসি

উল্লেখ্য, ইউক্রেনে ষষ্ঠ দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এখন তাদের প্রধান লক্ষ্য হচ্ছে রাজধানী কিয়েভ দখল করা। তবে ইউক্রেনও শক্তভাবে রাশিয়ার হামলা প্রতিরোধ করছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: