
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৫৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের একশ’টির মতো সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৪০ লাখ ৯৩ হাজার মানুষ।
এদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ২০ টন মানবিক সহায়তা পাঠাল দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সহায়তা প্যাকেজটি মঙ্গলবার ইউক্রেনে পাঠানো হয়।
ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর ৩০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে দক্ষিণ কোরিয়া। এরই অংশ হিসেবে নতুন এই প্যাকেজ পাঠাল এশিয়ার দেশটি। এর আগে মার্চেও ১০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাঠায় দক্ষিণ কোরিয়া।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহয়তা প্যাকেজের এই চালানে স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর, ভেন্টিলেটর এবং প্রাথমিক চিকিৎসা কিট রয়েছে। ইউক্রেনের অনুরোধের পর এসব সরঞ্জামাদি পাঠানো হল। সূত্র: সিএনএন
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: