ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার সহায়তা বিল পাসের আহ্বান বাইডেনের

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪ ১০:৪৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪ ১০:৪৪

ছবি ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার সহায়তা বিল মার্কিন সংসদে পাস করানোর আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

ইরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য একটি টেলিফোন আলোচনায় ইসরায়েলের জন্য এই সহায়তা বিল পাসে কংগ্রেস নেতাদের আহ্বান জানান।

রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন, বাইডেনের সঙ্গে ওই ফোনালাপে ছিলেন ফক্স নিউজকে বলেছেন- তার দল ‘ইসরায়েলের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা’ বোঝে এবং তিনি এই সপ্তাহে সহায়তা বিলের প্যাকেজটি এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।

বাইডেন প্রশাসন গত ফেব্রুয়ারি থেকে ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের জাতীয় নিরাপত্তা সম্পূরক ব্যয় প্যাকেজ পাস করার জন্য রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউসকে চাপ দিচ্ছে। সূত্র: আল জাজিরা।



আপনার মূল্যবান মতামত দিন: