ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তাইওয়ানে ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪ ১৩:২৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪ ১৩:২৯

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। তোমধ্যে এই ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর রয়টার্সের।

বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাইওয়ানের পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত আনে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজকের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়। তবে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার।

তাইওয়ান সরকার জানিয়েছে, পূর্ব অঞ্চলের পাহাড়ি ও স্বল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন কাউন্টিতে চারজন মানুষ মারা গেছেন। ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া কমপক্ষে ২৬টি ভবন ধসে পড়েছে। এদের মধ্যে অর্ধেকের বেশিন হুয়ালিয়েনে অবস্থিত। প্রায় ২০ জন মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কার্যক্রম চলছে।

৬০ বছর বয়সী তাইপেই হাসপাতালের কর্মী চ্যাং ইউ-লিন বলেন, এটি খুব শক্তিশালী ছিল। মনে হচ্ছিল আমাদের বাড়ি ভেঙে পড়বে।

তাইওয়ানের সরকারি কেন্দ্রীয় বার্তা সংস্থা বলেছে, আজকের ভূমিকম্পটি এই দ্বীপ অঞ্চলের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। তার আগে সবশেষ ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার ৪০০ মানুষ মারা যান। এ ছাড়া ভূমিকম্পে ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিকে জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, তাইওয়ানের ভূমিকম্পের কারণে তাদের ওকিনাওয়ার দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি ছোট আকারের সুনামি আঘাত হেনেছে। তবে প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করলেও পরে সেটি কমিয়ে পরামর্শ হিসেবে দেখানো হয়। এ ছাড়া ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে ফিলিপাইন সিসমোলজি এজেন্সি। সেখানের বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যেতে বলেছে সংস্থা।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটি চীনের ফুজিয়ান প্রদেশেও অনুভূত হয়েছে। অন্যদিকে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এটি সাংহাইতেও অনুভূত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: