ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৪ ইরানি শীর্ষ সেনা কর্মকর্তা নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৪ ২১:৫৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৪ ২১:৫৮

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর চার শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। বহু বছর ধরেই সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে ইসরায়েলের এই ধরনের হামলার মাত্রা আরো বেড়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই হামলা আগ্রাসী ও উস্কানিমূলক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে।

২০১১ সাল থেকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অনেকে সিরিয়ায় অবস্থান করছেন।

তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নানা ধরনের সহায়তা দিয়ে থাকে।
নিহতদের মধ্যে ইরানি বিপ্লবী গার্ডের সিরিয়া শাখার গোয়েন্দা প্রধান, তার সহকারী ও আরো দুই জ্যেষ্ঠ সদস্য রয়েছে। সবমিলিয়ে এই হামলায় ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: