ঢাকা | সোমবার, ৩ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বর্ষবরণের রাতে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের ব্যাপক রকেট হামলা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪ ০৮:১৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৪ ০৮:১৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : জোরালো অভিযানের মাঝেই, মধ্যরাতে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক রকেট এবং মিসাইল হামলা চালিয়েছে হামাস। মধ্য এবং দক্ষিণাঞ্চল টার্গেট করে চালানো হয় এ আগ্রাসন। এ সময় একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন।

আল জাজিরা জানায়, রাতে বিপুল রকেটসহ ২০টির বেশি মিসাইল নিক্ষেপ করে যোদ্ধারা। এর মধ্যে ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি প্রতিরক্ষা বাহিনীর। এছাড়া একটি মিসাইল আঘাত করে হাসপাতাল ভবনে। তবে এতে ঘটেনি কোনো হতাহতের ঘটনা।

হামলার দায় স্বীকার করে হামাস জানায়, গাজায় চালানো গণহত্যার জবাব দিতেই এ পদক্ষেপ তাদের। গতকালই উপত্যকার মধ্যাঞ্চলে আগ্রাসনের মাত্রা জোরদার করেছে ইসরায়েলি সেনারা।



আপনার মূল্যবান মতামত দিন: