ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বাংলাদেশসহ বিভিন্ন দেশ গাম্বিয়াকে মামলা করতে তহবিল দিচ্ছে: মিয়ানমারের আইনজীবী

প্রভাত ফেরী | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৩

প্রভাত ফেরী
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৩

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা

 

গাম্বিয়া নিজের পরিচয়েই রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে। এখানে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পক্ষ হয়ে এ মামলা হয়নি। আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিজে) মিয়ানমারের লিখিত যুক্তির জবাবে গাম্বিয়া লিখিতভাবে এই যুক্তি তুলে ধরেছে।

গত সোমবার শুনানির শুরুতেই বিচারক বলেছিলেন, আগে দুই পক্ষ লিখিতভাবে নিজ নিজ অবস্থান থেকে যেসব যুক্তি তুলে ধরেছে, তা আদালত প্রকাশ করবেন।

যা আইসিজের ওয়েবসাইটে গত সোমবার রাতেই প্রকাশিত হয়েছে।

সোমবার শুনানিতে গাম্বিয়ার মামলা ও আদালতের বিচারিক এখতিয়ারকেমিয়ানমার চ্যালেঞ্জ করেছে। মিয়ানমারের আইনজীবীদের যুক্তি দাঁড় করিয়েছিল, গাম্বিয়া ওআইসির হয়ে এই মামলায় প্রক্সি দিচ্ছে।

আইসিজেতে মামলা করার এখতিয়ার কোনো সংস্থার নয়, শুধু রাষ্ট্রের। তাই ওআইসি মামলা করতে পারে না। ওআইসির হয়ে গাম্বিয়া মামলা করতে পারে না। বাংলাদেশসহ বিভিন্ন দেশ গাম্বিয়াকে মামলা করতে তহবিল দিচ্ছে বলে আদালতে অভিযোগ তুলে ধরেন মিয়ানমারের পক্ষের আইনজীবীরা। আজ বুধবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজে দপ্তরে আবার আদালত বসবেন। সেখানে গাম্বিয়া মামলার পক্ষে যুক্তি তুলে ধরবে।



আপনার মূল্যবান মতামত দিন: