ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮ হাজার

শাহিন সুমন | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩ ০৯:২২

শাহিন সুমন
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩ ০৯:২২

ফাইল ফটো

ডেস্ক রিপোর্টঃ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজার জনে। নিহত এসব ফিলিস্তিনিদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যাও প্রায় অর্ধ লাখ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখন্ড গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১৭ হাজার ৯৯৭ জনে। আর আহত হয়েছেন আরও অন্তত ৪৯ হাজার ২২৯ জন।  

আল-কুদরা বলেন, ‘রোববার উত্তর গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি বোমাবর্ষণে দুই নারী নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছেন।’

হামাস জানিয়েছে, রোববার দক্ষিণ গাজায় খান ইউনিস এলাকায় ‘তীব্র সহিংসতাপূর্ণ অভিযান’ চালিয়েছে ইসরায়েলের সেনারা।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাব ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ব্যর্থতার জন্য পরিষদের সদস্যদের মধ্যে বিভক্তির নিন্দা জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: