ঢাকা | রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের সাথে আলোচনা চায় প্রধানমন্ত্রী

আল আমিন | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০৫:১২

আল আমিন
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০৫:১২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  শ্রীলঙ্কার অর্থনীতি বিগত ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার সম্মুখীন হয়েছে। দেশটিতে খাবারের দাম বেড়েছে ৩০ শতাংশ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়া আকার ধারণ করেছে।

শ্রীলঙ্কা তার ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধের অক্ষমতা স্বীকার করেছে। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কা নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিল।

প্রত্যেকদিনই দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। তাই আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বুধবার তিনি এই আহ্বান জানান।

মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সঙ্কট কাটাতে আন্দোলনকারীদের মতামত ও আইডিয়া জানতে চেয়েছেন তিনি।

মাহিন্দার ভাই ও লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ চলছে। দুর্নীতির অভিযোগ এনে তারা পুরো রাজাপাকসে পরিবারকেই ক্ষমতা ছাড়তে বলেছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ভবনের বাইরে আন্দোলকারীদের প্রতিনিধিদের সাথে স্বেচ্ছায় মাহিন্দা রাজাপাকসে আলোচনায় বসতে চান।

তবে আন্দোলনকারীরা মাহিন্দার এই প্রস্তাব প্রত্যাখান করেছে। বিক্ষোভকারী নুয়ান কালুয়ারাচি বলেন, ‘পুরো দেশই যখন তাকে চাইছে না, তখন তার উচিত আলোচনার প্রস্তাব না দিয়ে পদত্যাগ করা।’

সূত্র: এপি

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: