ঢাকা | মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ১৪:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ১৪:১৫

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডু ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির ধাদিং জেলায়। কাঠমান্ডু ছাড়াও বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: