ঢাকা | শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লুহানস্কের পরিস্থিতি অত্যন্ত জটিল: সামরিক গভর্নর

আল আমিন | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৪:০৬

আল আমিন
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২২ ০৪:০৬

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।

বিগত ৪১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।

রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন এলাকা ছেড়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা শহরটিতে প্রবেশ করেছে। সেখানে তারা গণকবর এবং সোমবার পর্যন্ত ৪১০টি লাশ পেয়েছে। এই ঘটনায় জাতিসংঘ জানিয়েছে যে, তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করবে।

এদিকে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসক সেহি হেইদেই বলেছেন, ইউক্রেনের পূর্ব অঞ্চলে অবস্থিত লুহানস্কের পরিস্থিতি অত্যন্ত জটিল। রুশ সেনারা অঞ্চলটিতে ব্যাপক বোমাবর্ষণ করছে।

তিনি বলেন, কিছু জেলায় উদ্ধারকারী কিংবা অ্যাম্বুলেন্স ও ডাক্তার যেতে পারছে না। খুবই ভারি বোমাবর্ষণ হচ্ছে। মহাসড়কে সংঘর্ষ চলছে। মৃতদেহগুলো প্রাঙ্গনেই সমাহিত করা হচ্ছে।

গত ২৯ মার্চ রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং আক্রমণ কমানোর ঘোষণা দেয়। এর পরিবর্তে তারা পূর্বাঞ্চলে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে।

সূত্র: সিএনএন

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: