ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

আল আমিন | প্রকাশিত: ২ জুলাই ২০২৩ ১৯:১৭

আল আমিন
প্রকাশিত: ২ জুলাই ২০২৩ ১৯:১৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ১২ দিন বিরতির পর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ।ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা জানান, তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ভূপাতিত করেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জেনারেল সের্হেই পপকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, কিয়েভের ওপর আরেকটি হামলা হয়েছে। এ মুহূর্তে হতাহতের সংখ্যা বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।

স্থানীয় সময় রাত ২টার পর থেকে প্রায় ১ ঘণ্টা ধরে কিয়েভ, মধ্য ও পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চলে উড়োজাহাজ হামলার সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়।

রয়টার্সের সাংবাদিকরা জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা শুনে মনে হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে এই হামলার মাত্রা ও কলেবর নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: