
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে কয়লা খনিতে ধসের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও সেখানে অনেক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন। ফলে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।
বিষয়টি নিয়ে ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার বলেন, ‘ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল)-এর খোলামুখ খনিতে ধস নেমেছে। আমরা ১টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। ১ জনের মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত। আরও মৃত্যুর দাবি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে। জায়গাটি ধানবাদ শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন।
তিনি বলেন, ‘ধসের পর স্থানীয় মানুষ ভেতর থেকে ৩টি দেহ বের করতে পেরেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। আমার আশঙ্কা ভেতরে আরও দেহ আছে।’
আপনার মূল্যবান মতামত দিন: