ঢাকা | শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল টোঙ্গা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১১ মে ২০২৩ ১৯:১৫

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১১ মে ২০২৩ ১৯:১৫

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৪ মাত্রার ‘শক্তিশালী’ ভূমিকম্প আঘাত হেনেছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বুধবার (১০ মে) সন্ধ্যায় দেশটির উপকূলে এ ভূকম্পন অনুভূত হয়।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোঙ্গার হিহিফো থেকে ৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এ ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সময় ভোর সাড়ে ৪টায় ৫ দশমিক ১ মাত্রার আফটারশক হয়।

এর আগে গত বছরের জানুয়ারির শুরুর দিকে টোঙ্গার সমুদ্র তলদেশে আগ্নেয়গিরিতে প্রকট বিস্ফোরণের পর অগ্নুৎপাত হয়।

এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটিতে সুনামিও আছড়ে পড়ে। এ ঘটনায় এক ব্রিটিশ নাগরিকসহ অন্তত তিনজন নিহত হন।

সেসময় টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বিস্ফোরণের শব্দ শোনা যায় হাজার মাইল দূরের দেশ যুক্তরাষ্ট্র, ও নিউজিল্যান্ডে।

এছাড়া পেরুর রাজধানী লিমার কাছে সমুদ্রসৈকতেও হঠাৎ অস্বাভাবিক পানির ঢেউয়ের তোড়ে দু’জন ভেসে যান।



আপনার মূল্যবান মতামত দিন: