ঢাকা | রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

যুদ্ধ শুরুর পর প্রথমবার জেলেনস্কি-শি ফোনালাপ

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ১৬:২১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ১৬:২১

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

স্থানীয় সময় বুধবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ ও অর্থপূর্ণ ফোনালাপের কথা জানান জেলেনস্কি।

এই আলোচনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং বেইজিংয়ে কিয়েভের দূতাবাস স্থাপনে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

এছাড়া উভয় নেতা বেইজিংয়ে ইউক্রেনের একজন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও একমত হয়েছেন।

অন্যদিকে চীন জানায়, ফোনালাপে শি ও জেলেনস্কি ইউক্রেন সংকট নিয়ে কথা বলেছেন। এ সময় শান্তি আলোচনায় বসতে চীন সব ধরণের সহযোগিতা করবে বলে জেলেনস্কিকে আশ্বস্ত করেন শি।

বিবৃতিতে চীন উল্লেখ করে, বৈশ্বিক সংকটে চীন অন্যদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়া দেখবে না, কিংবা আগুনে ঘি ঢালবে না।

এদিকে শি-জেলেনস্কির এই ফোনালাপ ইউক্রেইন যুদ্ধ অবসানের পথ কি খুলতে পারে বলে মনে করছেন অনেকে। তবে মধ্যস্থতাকারী হিসেবে চীন নিরপেক্ষ নয় বলে মনে করে যুক্তরাষ্ট্র।



আপনার মূল্যবান মতামত দিন: