ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের ‘হাই অ্যালার্ট’ জারি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩ ১৫:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩ ১৫:৫২

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবার গরমে পুড়বে ভারতও। দেশটির কয়েকটি রাজ্যে তীব্র দাবদাহের হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব ভারতের রাজ্যগুলোতে আপাতত চলবে তাপপ্রবাহ। তীব্র গরম ও দাবদাহে পুড়বে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও ঝাড়খণ্ড। পঞ্জাব ও হরিয়ানাতেও তাপমাত্রার পারদ আরও চড়তে পারে।

শুধুমাত্র বিহারেই আগামী ৪৮ ঘণ্টা ৬টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও তাপপ্রবাহের সতর্কতা জারি পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার ও পূর্ব উত্তরপ্রদেশে।

ভারতের আবহাওয়া অফিস আরো জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে তাপমাত্রার পারদ। আগামী ৪-৫ দিন পশ্চিমবঙ্গ, বিহার ও অন্ধ্রপ্রদেশের উপকূলে তাপপ্রবাহ চলবে। পঞ্জাব ও হরিয়ানায় আগামী ২ দিন তাপপ্রবাহ চলতে পারে।

এদিকে ইতোমধ্যেই তাপপ্রবাহের জেরে পশ্চিমবঙ্গে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আপনার মূল্যবান মতামত দিন: