ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রমজানে ৫০০ বন্দীকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত

আল আমিন | প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ০৬:০৮

আল আমিন
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ০৬:০৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ৫৪০ বন্দীকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কয়েদিরা যেন পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র রমজান পালন করতে পারে ও নিজেদের ভবিষ্যতের কথা ভেবে সুপথে ফিরে আসে, এই বিবেচনাতেই সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও দুবাইয়ের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশে এই বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। সূত্র: খালিজ টাইমস।

দুবাইয়ের অ্যাটর্নি-জেনারেল কাউন্সেলর ইসাম ইসা আল হুমাইদান জানান, বন্দীদের দ্বিতীয় সুযোগ দেয়া এবং পরিবারের সঙ্গে পবিত্র রমজান পালন করতে দেয়ার উদ্দেশেই দুবাই শাসক এ সিদ্ধান্ত নিয়েছেন।

আল হুমাইদান আরও বলেছেন, পাবলিক প্রসিকিউশন সাধারণ ক্ষমার আদেশ কার্যকর করতে এবং বন্দীদের মুক্তি দিতে দুবাই পুলিশের জেনারেল কমান্ডের সঙ্গে মিলে কাজ শুরু করেছে। বন্দীরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের সঙ্গে যোগ দিতে পারে সে চেষ্টাই করা হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস, গলফ নিউজ

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: