ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট হলেন ‘গডফাদার’ বোলা টিনুবু

আল আমিন | প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০৪:২৪

আল আমিন
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০৪:২৪

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে জয়ী বলে ঘোষণা করা হয়েছে। ৭০ বছর বয়সী ‘গডফাদার’ খ্যাত এই প্রার্থী ৩৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।


তার প্রধান প্রতিদ্বন্দ্বী আটিকু আবুবাকার ২৯ শতাংশ এবং লেবার পার্টির পিটার ওবি ২৫ শতাংশ ভোট পেয়েছেন। তাদের দল শুরুতেই জালিয়াতির অভিযোগ এনে পুনরায় ভোট দাবি করেছে।

টিনুবু নাইজেরিয়ার ধনী রাজনীতিবিদদের একজন। তিনি গভর্নর থাকার সময় লাগোস নামে সবচেয়ে বড় শহরটি পুনর্নির্মাণ করেন। এটিই তার ভোটের প্রচারণায় কাজে লাগান। তবে টিনুবু ওই শহরে ওবির কাছে পরাজিত হন। তরুণদের অনেকের পাশাপাশি শহুরে এলাকার লোকজন ওবিকে সমর্থন দেন। এই সমর্থন দেশটির দুই দলীয় ব্যবস্থাকে কাঁপিয়ে দেয়। টিনুবু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য রাজ্যে জয় পান। সেখানে তিনি পলিটিক্যাল গডফাদার হিসেবে পরিচিত। তার নির্বাচনী স্লোগান ছিল- ইট'স মাই টার্ন।

সূত্র : সিএনএন ও ডয়চে ভেলে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: