ঢাকা | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

করোনা চীনা ল্যাব থেকে ছড়িয়েছে : এফবিআই প্রধান

আল আমিন | প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০২:০৭

আল আমিন
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০২:০৭

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, তার ব্যুরো বিশ্বাস করে, কোভিড-১৯ সংক্রমণ 'খুব সম্ভবত চীনা সরকার নিয়ন্ত্রিত ল্যাব' থেকে ছড়িয়েছে।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে বলেছেন, ‘এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করেছে এবং মনে হচ্ছে কোনো একটি গবেষণাগার থেকেই কোভিড মহামারীর উৎপত্তি।’

করোনাভাইরাস মহামারীর উদ্ভব নিয়ে এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিল এফবিআই।

তবে চীন এই অভিযোগ অস্বীকার করে বলছে, উহানের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়ায়নি এবং এফবিআইয়ের এমন দাবীকে তারা মানহানিকর বলে মন্তব্য করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত প্রতিবেদনেও বলা হয় ল্যাব থেকে কোভিড ছড়ানোর আশঙ্কা খুবই কম। তবে তাদের তদন্ত নিয়ে ব্যাপক সমালোচনার পর সংস্থাটির মহাপরিচালক বলেন, ‘সব ধারণাই উন্মুক্ত এবং এই বিষয়ে আরো অনেক গবেষণা প্রয়োজন।’

২০১৯ সালের শেষ দিকে করোনাভাইরাস সম্পর্কে প্রথম জানতে পারে বিশ্ব। এরপরে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে এবং এই মহামারীতে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র : বিবিসি ও ফক্স।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: