
আন্তর্জাতিক ডেস্ক : পরিত্যক্ত একটি ট্রাক থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউরোপের দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। খবর আল জাজিরা’র।
বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, ওই ট্রাকে কাঠ বহন করা হচ্ছিল। এছাড়া একটি গোপন কমার্টমেন্টে শরণার্থী ও অভিবাসীদের লুকিয়ে রাখা হয়েছিল।
বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী আসেন মেদজিদিয়েভ বলেছেন, এ ঘটনায় পাঁচ শিশুসহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সোফিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। কিন্তু এখন তাদের অবস্থা স্থিতিশীল।
তিনি বলেন, ট্রাকের ভেতর অক্সিজেনের স্বল্পতা ছিল। তারা জমে যাচ্ছিলেন, ভিজে গিয়েছিলেন। কয়েকদিন ধরেই না খেয়ে ছিলেন ওই ব্যক্তিরা। সোফিয়ার কাছে একটি হাইওয়ের পাশে পরিত্যক্ত অবস্থায় ছিল ওই ট্রাকটি।
আরও পড়ুন: স্ত্রীর অর্ধেক পুড়ে যাওয়া মরদেহ রেখে পালিয়ে গেলেন স্বামী
তবে ট্রাকের চালককে খুঁজে পাওয়া যায়নি। যদিও পুলিশ কাঠের নিচে গোপন একটি কমার্টমেন্টে ওই ব্যক্তিদের খুঁজে পায়। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: