
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারী পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে চাপের মুখে গোটা বিশ্বের অর্থনীতি। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় মূল্যস্ফীতির কবলে পড়েছে মিসরও।
দেশটিতে চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি পাঁচ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
মিসরের পরিসংখ্যান সংস্থা ‘ক্যাপমাস’ প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে ক্যাপমাস জানায়, গত জানুয়ারিতে মিসরের মূল্যস্ফীতি ছিল ২৫ দশমিক ৮ শতাংশ, যা ২০১৭ সালের ডিসেম্বর-পরবর্তী সর্বোচ্চ। অর্থনীতিবিদরা অবশ্য ২৩ দশমিক ৭৫ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মিসরীয়দের যে নাভিশ্বাস উঠে গেছে মূল্যস্ফীতি উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। ১০ কোটি ৪০ লাখ জনসংখ্যার দেশটির প্রায় ৩০ শতাংশই দরিদ্র কিংবা দারিদ্র্যসীমার আশপাশে অবস্থান করছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করছে খাদ্যপণ্যের উচ্চমূল্য। গত মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৩২ দশমিক ৭ শতাংশ।
চলমান সংকট নিরসনে বিভিন্ন সরকারি কোম্পানি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ, দ্য ন্যাশনাল।
আপনার মূল্যবান মতামত দিন: