ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ১৭ হাজার ছাড়াল

আল আমিন | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫২

আল আমিন
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫২

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবারও চলছে উদ্ধার অভিযান। এর আগে, সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প আঘাত হানা তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশে সফরকালে মৃতের সর্বশেষ সংখ্যা জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, তুরস্কে ১৪ হাজার ১৪ জন নিহত হয়েছেন। ৬৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানা অঞ্চলে আগামী এক বছরের মধ্যে তিন-চারতলা ভবন নির্মাণ করে দেওয়া হবে। এদিকে সিরিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত অংশে দেশটিতে এক হাজার ২৬২ জন নিহত হয়েছেন। আর উদ্ধারকারী গোষ্ঠী হোয়াইট হেলমেট বলেছে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে অন্তত এক হাজার ৯০০ জন নিহত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

সূত্র : বিবিসি ও আল-জাজিরা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: