ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চিলিতে দাবানলে ১৩ প্রাণহানি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৯

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৫৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় প্রচণ্ড তাপদাহে সৃষ্ট দাবানলে ১৩ জনের প্রাণহানি হয়েছে। ঘটনার পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার কর্তৃ‌পক্ষ এমন পদক্ষেপ নেওয়ার কথা জানায়।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মাই রিসিও তাপিয়া বলেন, বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়ার পর শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৪৭ হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে। শুধু শান্তা জুয়ানা পৌর এলাকাতেই ১১ জন প্রাণ হারিয়েছেন।

চিলির কৃষিমন্ত্রী এস্তেবান ভ্যালেনজুয়েলা বলেন, শুক্রবার বিকালে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। এতে দুই ক্রু প্রাণ হারান।

ভ্যালেনজুয়েলা বলেন, ‘লা আরেউকানিয়া এলাকায় এ হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট ও এক মেকানিক প্রাণ হারানোয় আমি অত্যন্ত দুঃখিত। তারা দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল।

প্রেসিডেন্ট গাব্রিয়েল বরিচ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য তার ছুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এসব এলাকার ১৭৮টি স্থানে আগুন জ্বলছে। সূত্র: এবিসি।



আপনার মূল্যবান মতামত দিন: